Home Uncategorized জগন্নাথপুরে আছিম শাহের নাতির ওরস সম্পন্ন

জগন্নাথপুরে আছিম শাহের নাতির ওরস সম্পন্ন

285
0

কলি বেগম, জগন্নাথপুর: জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর গ্রামে হযরত আছিম শাহ এর নাতি সুন্দর আলী শাহের ১৩ তম ওরস শরীফ সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে তাদের নিজ বাড়িতে সুন্দর আলী শাহের নাতি যুক্তরাজ্য প্রবাসী শাহ আলী হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত ওরসে হাজারো ভক্তবৃন্দ অংশ গ্রহন করেন। এতে বাউল সংগীত পরিবেশন করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাউল শিল্পীরা। ওরসে সার্বিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী শাহ ছোট মিয়া, শাহ আনোয়ার হোসেন, শাহ বাতিক মিয়া, শাহ রাশিদ আলী ও শাহ রমিজ আলী। এ সময় আছিম শাহ মাজারের খাদেম শাহ খোয়াজ আলী, শাহ ফিরোজ আলী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সির গিয়াস উদ্দিন মুন্না, সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান ঝুনু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন প্রমূখ।

Previous articleদুর্যোগ মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই: ড. কামাল হোসেন
Next articleজামায়াতকে জাতীয় ঐক্যের অল্টারনেটিভ করছেন কেন প্রশ্ন নজরুল ইসলামের