Home আঞ্চলিক জগন্নাথপুরে আ.লীগের দলীয় প্রার্থী বাছাই নিয়ে আলোচনাসভা

জগন্নাথপুরে আ.লীগের দলীয় প্রার্থী বাছাই নিয়ে আলোচনাসভা

998
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থী বাছাই নিয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আ.লীগের দলীয় কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ। এছাড়া সভায় দলীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপজেলা পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ও চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, আ.লীগ নেতা বিজন কুমার দে, মুজিবুর রহমান, লিটন আহমদ তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাজেরা বারীর নাম প্রস্তাব করা হয়। পরবর্তীতে তা বাস্তবায়ন করা হবে।
এদিকে- পৃথকভাবে আ.লীগের প্রার্থী বাছাই নিয়ে জগন্নাথপুর পৌরসভার হলরুমে পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান পদে যুক্তরাজ্য আ.লীগের সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আ.লীগ নেতা মিন্টু রঞ্জন ধর, পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া এবং ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ নেতা জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, শাহিদুল ইসলাম বকুল, সৈয়দ শেফুল আমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাজেরা বারী ও সুফিয়া বেগমের নাম প্রস্তাব করা হয়। পরে একটি আনন্দ র্যা লি বের হয়। র্যা লিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
অপরদিকে বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জোর আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত দলীয় প্রার্থী বাছাই নিয়ে কোন সভা হয়নি।

Previous articleবিএনপি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে: তথ্যমন্ত্রী
Next articleসুরঞ্জিত গুরুতর অসুস্থ, বিদেশ নেওয়া হচ্ছে