Home আঞ্চলিক জগন্নাথপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

জগন্নাথপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

581
0

জগন্নাথপুর প্রতিনিধ:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ সোমবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহবুবুর রহমান।

জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, তাজিবুর রহমান, দিলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান পিপিএম, এসআই অনুজ কুমার দাশ, এসআই লুৎফুর রহমান, শাহিন চৌধুরী, অনুজ কুমার দাশ, আতিকুল আলম খন্দকার সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous articleভিডিও ধারণ করে গৃহবধূকে গণধর্ষণ, মামলা দায়ের
Next articleশিক্ষা ও রাজনীতি; কওমি মাদ্রাসার টানাপোড়েন ও অনিশ্চয়তা