জগন্নাথপুরে কৃষক মাঠ দিবস পালিত

0
567

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। রোববার বিকেলে পৌর শহরের ইকড়ছই হাসিমাবাদ গ্রামের হাওরে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি প্রকৌশলী মোখলেছুজ্জামান তালুকদার। কৃষক জয়নাল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা কৃষি উপ-সহকারি উদ্বিদ কর্মকর্তা তপন চন্দ শীল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক আংগুর মিয়া, গিয়াস উদ্দিন প্রমূখ।