Home আঞ্চলিক জগন্নাথপুরে গলাকেটে নারীর আত্মহনন

জগন্নাথপুরে গলাকেটে নারীর আত্মহনন

413
0

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে গলাকেটে জেবা বেগম (৪০) নামের এক সন্তানের জননী আত্মহনন করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐহারকোনা গ্রামের পছন্দ আলীর স্বামী পরিত্যাক্তা মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির সকলের অগোচরে নিজ ঘরে ধারালো দা দিয়ে নিজের গলাকেটে জেবা বেগম আত্মহনন করেন। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

জেবা বেগমের চাচা নেছাওর আলীসহ তাঁর পরিবারের লোকজন ও আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান জানান, জেবা বেগম এক জন মানসিক রোগী ছিল। সে নিজেই দা দিয়ে তাঁর গলাকেটে আত্মহনন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ইমার্জেন্সি অফিসার এসআই মিজানুর রহমান জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Previous articleজকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
Next articleবিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদারের পরামর্শ মার্কিন রাষ্ট্রদূতের