Home আঞ্চলিক জগন্নাথপুরে গাড়ির ব্যাটারি চুরির দায়ে গ্রেফতার ৪

জগন্নাথপুরে গাড়ির ব্যাটারি চুরির দায়ে গ্রেফতার ৪

450
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে গাড়ির ব্যাটারি চুরির দায়ে ৪ তরুণকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর গ্রামের জিতু মিয়ার ছেলে আব্দুল তাহিদ (১৮), জগন্নাথপুর পৌর এলাকার এনায়েতনগর গ্রামের আলী নুর আহমদের ছেলে সোয়েব আহমদ (২২), বাড়ি জগন্নাথপুর গ্রামের মৃত আখলাই মিয়ার ছেলে শাহিনুর মিয়া (২০) ও হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার পশ্চিমভাগ গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মামুন মিয়া (৩৪)।
জানাগেছে, গত বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর পৌর শহরের ভবেরবাজার এলাকার শাহ আব্দুল আজিজ কিন্ডারগার্টেনের গ্যারেজ থেকে টমটম গাড়ির ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন শাহ নুরুল করিম। মামলার ভিত্তিতে গতকাল শনিবার জগন্নাথপুর থানার এসআই আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে পুলিশ দল চুরি যাওয়া ৯ টি ব্যাটারিসহ ৪ তরুণকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন।

Previous articleসোনার বাংলা বিনির্মাণে অবদান রাখবে আনসার বাহিনী: প্রধানমন্ত্রী
Next articleইসি নিরপেক্ষ ভূমিকা পালন করতে সক্ষম হবেন না: মির্জা ফখরুল