Home আঞ্চলিক জগন্নাথপুরে চেয়ারম্যানসহ ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

জগন্নাথপুরে চেয়ারম্যানসহ ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

429
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ৩৮৩ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যানসহ ৪ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

জানাগেছে, গত ৩ মে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলার ৭ ইউনিয়নে ৩৮ জন চেয়ারম্যান প্রার্থী, ৭১ জন সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য প্রার্থী ও ২৭৪ জন সাধারণ ওয়ার্ডের পুরুষ সদস্য প্রার্থীসহ মোট ৩৮৩ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। ১২ মে বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১ চেয়ারম্যানসহ মোট ৪ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

প্রত্যাহারকারী প্রার্থীরা হচ্ছেন, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মুনসিফ আলী (বাংলাদেশ খেলাফত মজলিস), কললিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আকিবুল মিয়া, পাটলি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আহমদ হোসেন ও রাণীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মির্জা সানুর মিয়া। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ তা নিশ্চিত করেছেন।

Previous articleজগন্নাথপুরে ২০০ লিটার ছোলাই মদসহ গ্রেফতার ২
Next articleটেকনাফে আনসার ব্যারাকে হামলা: নিহত ১, অস্ত্র লুট