Home আঞ্চলিক জগন্নাথপুরে তরুণের গলাকাটা লাশ উদ্ধার

জগন্নাথপুরে তরুণের গলাকাটা লাশ উদ্ধার

479
0
ফাইল ছবি

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে সোহাগ মিয়া (১৬) নামের এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের টিটু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকাল ৯ টার দিকে জয়দা গ্রামের উত্তরের হাওরের জমিতে হতভাগ্য তরুণ সোহাগ মিয়ার গলাকটা লাশ দেখতে পান স্থানীয় জনতা। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মুরসালিন জানান, এ ঘটনায় জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে কে বা কারা এবং কেন এ হতভাগ্য তরুণ সোহাগ মিয়াকে নির্মমভাবে গলাকেটে হত্যা করেছে, তা জানা সম্ভব হয়নি।

Previous articleবিএনপির রাজনীতি এখন জন্ডিসে আক্রান্ত: শাজাহান খান
Next articleজঙ্গিবাদ মোকাবেলায় কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী