Home আঞ্চলিক জগন্নাথপুরে দুই সিএনজি চালকের হামলায় আহত অর্ধশতাদিক

জগন্নাথপুরে দুই সিএনজি চালকের হামলায় আহত অর্ধশতাদিক

690
0

ফয়জুল আলম: জগন্নাথপুরের দুই সিএনজি ষ্টেন্ডের চালকদের হামলায় অনন্ত অর্ধশতাদিক গাড়ি চালকসহ পদচারী আহত হয়েছেন। এবং সিএনজি ষ্টেন্ডের কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটে। জানা যায়, জগন্নাথপুর পৌর শহরের পূর্ব পাড় সিএনজি ষ্টেন্ডের ও দক্ষিণ পাড় সিএনজি ষ্টেন্ডের চালকদের কথা কাটাকাটি নিয়ে এক পর্যাযে সংঘর্ষের লিপ্ত হয়। উভয় পক্ষ সংঘর্ষে লিপিবদ্ধ হলে এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অনন্ত অর্ধশতাদিক আহত হয়েছেন।

এখন পর্যন্ত যাদের নান শুনা যাচ্ছে তারা হলেন, সিপন মিয়া(২৮), আল আমিন(৩৫), সুজন(২৭), রাজিব আহমদ(২৫), আলী নূর(২৪), ইউনুছ আলী(২৯), পথচারী আতিকুর রহমান(৩২) এবং গুরুতর আহত শিবগন্জ ষ্টেন্ডের ম্যানেজার আফাজুল ইসলাম(৪২) সহ আরো অনেক। এসময় দুটি সিএনজি ভাংচুরের ঘটনা ঘটে এবং দক্ষিণ পাড় (শিবগন্জ) সিএনজির ষ্টেন্ডের কার্যালয় ভাংচুর হয়েছে।

Previous articleমৃত্যুর পর ফেসবুক-টুইটার অ্যাকাউন্টের কী হয়?
Next articleজগন্নাথপুরে পৃথক সংঘর্ষে নারীসহ আহত ৩০