Home আঞ্চলিক জগন্নাথপুরে দুর্বূত্তদের হামলায় এক যুবক গুরুত্বর আহত

জগন্নাথপুরে দুর্বূত্তদের হামলায় এক যুবক গুরুত্বর আহত

524
0

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর পৌর শহরে দুর্বূত্তদের হামলায় এক যুবক গুরুত্বর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানান, পৌর শহরের হবিবপুর আশিঘর এলাকার বাসিন্দা আফু মিয়ার পুত্র মিলাদ হোসেন কে রোববার রাতে স্থানীয় হাসপাতাল পয়েন্টে একদল দুর্বৃত্তরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে তাকে আহত পরে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মইন উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। এব্যাপারে থানায় এখনো কেউ কোন অভিযোগ করেনি।

Previous articleজনপ্রতিনিধি হয়েও তিনি একজন ‘চা বিক্রেতা’
Next articleআমার প্রাণের বাংলা ভাষা। রুমা আক্তার মুন্নি/