Home শিক্ষা জগন্নাথপুরে নারীদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন

জগন্নাথপুরে নারীদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন

464
0

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক সপ্তাহ ব্যাপী নারীদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।  রোববার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্টপোষকতায় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় পরিচালিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে সপ্তাহ ব্যাপী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।

এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির। ইউপি চেয়ারম্যান মোঃ আরশ মিয়ার সভাপতিত্বে ও বিজনেস ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল এর ম্যানেজার গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,  প্রশিক্ষক আরিফুর রহমান প্রমূখ। এ সময় স্থানীয় ইউপি সদস্যগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ২০ জন নারী অংশ গ্রহন করেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে  সনদপত্র বিতরণ করা হয়।

Previous articleআফগানদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে বাংলাদেশ
Next articleছাত্রদল অষ্ট্রিয়ায় বেগম খালেদা জিয়ার ৭০তম জন্মদিন পালন