জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক সপ্তাহ ব্যাপী নারীদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। রোববার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্টপোষকতায় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় পরিচালিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে সপ্তাহ ব্যাপী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।
এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির। ইউপি চেয়ারম্যান মোঃ আরশ মিয়ার সভাপতিত্বে ও বিজনেস ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল এর ম্যানেজার গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রশিক্ষক আরিফুর রহমান প্রমূখ। এ সময় স্থানীয় ইউপি সদস্যগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ২০ জন নারী অংশ গ্রহন করেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।