Home আঞ্চলিক জগন্নাথপুরে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

জগন্নাথপুরে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

339
0
ফাইল ছবি

জগন্নাথপুর অফিস: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী মরিয়ম বেগম (১০) এর লাশ উদ্ধার করেছে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবরীদল। সোমবার বিকেল সাড়েচারটার দিকে আলুখাল নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। রবিবার স্কুল শেষে বাড়ি ফেরার পথে কুড়ালখালের সাঁকো থেকে পড়ে গিয়ে ওই ছাত্রী নিখোঁজ হয়েছিল। নিখোঁজের স্থান থেকে দুই কিলোমিটার দুরে আলুখালে লাশ পাওয়া যায়।
দাওরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌরিছ আলী জানান,মেয়েটি প্রায় প্রতিদিনই বিদ্যালয়ে আসত। রবিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাঁকো থেকে পড়ে গিয়ে তলিয়ে যায়। এ হৃদয় বিদারক ঘটনায় বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। মেয়েটির ভাই মাসুম আহমদ জানায়, পাঁচ বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট ও আদরের বোন ছিল মরিয়ম। তার অকালমৃত্যু পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ ঘটনাস্থল পরির্দশন করে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাকদের সমবেদনা জানিয়ে বলেন, কুড়ালখালে একটি সেতু নির্মাণের জন্য প্রচেষ্ঠা চালাব।

Previous articleশহীদ মিনারে ছাত্রলীগের সমাবেশ ১২ আগস্ট
Next articleজগন্নাথপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী হত্যার ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন