Home আঞ্চলিক জগন্নাথপুরে পিএসসি পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা উপকরণ বিতরণ

জগন্নাথপুরে পিএসসি পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা উপকরণ বিতরণ

873
0

জগন্নাথপুর: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর নোয়াপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে আলোকিত সমাজল্যাণ সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক বিদ্যালয় সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। আলোকিত সমাজল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুজেল খানের পরিচালনায় শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার সিনিয়র সহ-সভাপতি হাফিজ আব্দুল ওয়াদুদ লিটন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন  সৈয়দপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ সৈয়দ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আব্দুর রকিব। বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সৈয়দ ছদরুল ইসলাম, বর্তমান সদস্য সৈয়দ মনোয়ার আহমদ, সংগঠনের পক্ষে সহ-সভাপতি সৈয়দ মিজান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবিদ আহমদ, সদস্য সৈয়দ নবীন আহমদ, সুবের খান।

এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল মুমিন, বর্তমান সদস্য সৈয়দ মোস্তাক আহমদ পাকী, শিক্ষক হাবিবুর রহমান, সংস্থার তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জাহাঙ্গীর খান, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ রুবেল আহমদ, মিডিয়া সম্পাদক মির্জা মুনশাদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Previous articleরিভিউ খারিজের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
Next articleসাকা-মুজাহিদের রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় কারাগারে