Home আঞ্চলিক জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ আহত ৩

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ আহত ৩

438
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে গ্রামের মদরিছ আলী ও সিতাব আলীর মধ্যে বাড়ির মাটি কাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজনের হামলায় মদরিছ আলী (৬০), তাঁর স্ত্রী খয়রুন নেছা (৫৫) ও ছেলে সাংবাদিক আলী আছগর ইমন (৩৬) সহ একই পরিবারের ৩ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে সাংবাদিক আলী আছগর ইমনের বোন পিয়ারা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মুরসালিন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে- জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক সুনামগঞ্জের ডাক ও সাপ্তাহিক হাওরাঞ্চল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আলী আছগর ইমন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া। বিবৃতিদাতারা সাংবাদিকসহ তাঁর পরিবারের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।

Previous articleরামপাল প্রকল্পের কাজ বন্ধের দাবি সুন্দরবন রক্ষা কমিটির
Next article১৪ ই ফেব্রুয়ারী: বিশ্ব ভালোবাসা দিবস নয়, স্বৈরাচার প্রতিরোধ দিবস