Home আঞ্চলিক জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত ২

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত ২

576
0

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামে।

জানাগেছে, ২৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় হিজলা গ্রামের আজব উল্লার ছেলে দুদু মিয়া ও তারিপ উল্লার ছেলে নুরুল আমিনের মধ্যে পুকুরে মাটি কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি স্থানীয়ভাবে নিস্পত্তি হলেও প্রতি পক্ষের লোকজনের হামলায় নুরুল আমিন (৩৫) ও লালফর আলী (৫০) আহত হন। এর মধ্যে গুরুতর আহত নুরুল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর আহত লালফর আলীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Previous articleচট্টগ্রামের ৮০ শতাংশ বহুতল ভবন ঝুঁকিতে
Next articleমৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২