Home আঞ্চলিক জগন্নাথপুরে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

জগন্নাথপুরে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

433
0

Mujibur Rahman
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫ তম জন্ম বার্ষিকী ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসন এবং আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা, পৃথকভাবে আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ও আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পৃথক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ূন কবির। পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এডভোকেট শফিকুল আলম, হাজী আব্দুল জব্বার, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সিলেট মহানগর যুবলীগ নেতা আব্দুল মুকিত, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন লালন, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রুমেন আহমদ, সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফরোজ ইসলাম মুন্না, ছাত্রলীগ নেতা শায়েক আহমদ প্রমূখ।

Previous articleশান্তিপূর্ণ প্রতিবাদের সকল পথ রুদ্ধ করে রেখেছে আওয়ামী লীগ
Next articleদিরাইয়ে ৩টি দোকানে চুরি