Home আঞ্চলিক জগন্নাথপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

জগন্নাথপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

445
0

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা কবলিত এলাকার পানিবন্দি অসহায় লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ জুলাই সোমবার উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মোঃ আরশ মিয়ার ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বড় ইঞ্জিন নৌকাযোগে বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দি লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আরশ চেয়ারম্যান। জনপ্রতি ৮০০ টাকা ব্যয়ে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ লিটার সোয়াবিন, ১ কেজি পিয়াজ, ১ কেজি আলু, রসুন, গুড়, মরিচ, হলুদ, ধনিয়া, কলা, গ্যাস লাইট, মোমবাতি, স্যালাইন, নাপা ট্যাবলেট সহ প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে ১৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ, ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টু, সুজাত মিয়া, রুবেল মিয়া, নারী ইউপি সদস্য সাকিরুন বেগম, শালিসি ব্যক্তি ছালিক মিয়া, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ছালিকুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সমাজকর্মী আজির উদ্দিন, ছবির খান, আবুল মিয়া, নুরুল আমিন, আতাউর রহমান খান, মজনু মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Previous articleপুত্রবধূকে ধর্ষণ করলেন শ্বশুর!
Next articleজগন্নাথপুরে বড় ধরণের প্লাবনের আশঙ্কা, শঙ্কিত সাধারণ মানুষ