Home আঞ্চলিক জগন্নাথপুরে বিএনপি নেতার পদত্যাগ

জগন্নাথপুরে বিএনপি নেতার পদত্যাগ

429
0

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে দল থেকে এক ত্যাগী নেতার পদত্যাগ নিয়ে দলীয় নেতাকর্মীসহ জনমনে অসন্তুষ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সোমবার জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এমএ মতিন ও সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামানের কাছে পদত্যাগপত্র জমা দেন পৌর বিএনপির সদস্য ও পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং জাতীয় দলের দাবা খেলোয়ার শাহ মাহফুজুল করিম। পদত্যাগ পত্রের অনুলিপি কেন্দ্রীয় বিএনপির মহাসচিব, সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়কসহ ১৩ টি দপ্তরে প্রদান করা হয়েছে বলে পদত্যাগকারী বিএনপি নেতা শাহ মাহফুজুল করিম জানান।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জগন্নাথপুর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি তিনি ছিলেন। বর্তমান কমিটিতে তাকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রাখার কথা থাকলেও সদস্য রাখা হয়। এছাড়া বর্তমান কমিটির সভাপতি-সম্পাদকের বিভিন্ন বিতর্কিত কর্মকাÊের কারণে তিনি বাধ্য হয়ে দল থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। পদত্যাগ পত্রে সভাপতি ও সাধারণ সম্পাদকের বির“দ্ধে তিনি অসংখ্য কঠোর সমালোচনা করেছেন।

Previous article৩ হাজার বিদেশি নীতি নির্ধারক ও বিশেষজ্ঞ নিয়ে ঢাকায় আন্তর্জাতিক এইডস সম্মেলন
Next articleজগন্নাথপুর পৌর নির্বাচন: একাধিক প্রার্থী নিয়ে বিপাকে আ.লীগ, সংকটে বিএনপি