Home স্বাস্থ্য জগন্নাথপুরে বিতর্কিত নার্সকে স্ট্যান্ড রিলিজ

জগন্নাথপুরে বিতর্কিত নার্সকে স্ট্যান্ড রিলিজ

952
0

জগন্নাথপুর প্রতিনিধি:  জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিতর্কিত নার্স খোদেজা বেগমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। জানাগেছে, দীর্ঘ ১৬/১৭ বছর ধরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে নার্স খোদেজা বেগম নানা বিতর্কে জড়িয়ে পড়েন। গত ২৫ এপ্রিল প্রশাসনিক কারণে ঢাকার সেবা পরিদপ্তরের পরিচালক নিলুফা ফরহাদ তাকে জগন্নাথপুর থেকে স্ট্যান্ড রিলিজ করেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

ভূক্তভোগী লোকজনের বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়ে বিতর্কিত নার্স খোদেজা বেগমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে ভূক্তভোগীরা জানান। তবে এখন পর্যন্ত বিতর্কিত নার্স বহাল তবিয়তে থাকায় ভূক্তভোগী জনতার মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এছাড়া বিতর্কিত নার্সকে বহাল অবস্থানে রাখতে একটি মহল তৎপর হয়ে উঠেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সম্প্রতি বিতর্কিত নার্স খোদেজা বেগমের অবহেলার কারণে জগন্নাথপুর উপজেলার বাউধরণ গ্রামের বাসিন্দা মামুর আহমদের নবজাতকের মৃত্যু হওয়ার ঘটনা নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদও প্রকাশিত হয়েছে।

Previous articleসংসদ ও বিচার বিভাগ মুখোমুখি নয়: আইনমন্ত্রী
Next articleভোটারবিহীন সরকার কর্তৃক সৃষ্ট সন্ত্রাস, সহিংসতার কারণে গণতন্ত্র অন্ধকারে হারিয়ে গেছে