Home আঞ্চলিক জগন্নাথপুরে বড় ধরণের প্লাবনের আশঙ্কা, শঙ্কিত সাধারণ মানুষ

জগন্নাথপুরে বড় ধরণের প্লাবনের আশঙ্কা, শঙ্কিত সাধারণ মানুষ

635
0

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে দিনেদিনে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। টানা বৃষ্টিপাত যেন থামতে চাইছে না। প্রতি দিন হু হু করে বাড়ছে বন্যার পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দি মানুষের সংখ্যা বেড়েই চলেছে।
১৫ জুলাই সোমবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে দেখা যায়, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কয়েকটি বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া বাড়িঘরে পানি উঠে গিয়ে শতশত পরিবার পানিবন্দি অবস্থায় জীবন-যাপন করছেন।
উপজেলার বিভিন্ন অঞ্চল তলিয়ে এবার জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন গ্রামের বাড়িঘরে পানি উঠেছে। তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট। এতে উপজেলার বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে পানিবন্দি মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। বেচেঁ থাকার জীবন যুদ্ধে সাহসের সাথে লড়াই করে যাচ্ছেন লড়াকু লোকজন। তবুও আতঙ্ক পিছু ছাড়ছে না। দিন-রাতে ধারাবাহিক টানা বৃষ্টিপাত চলছে। সারা দিনের মধ্যে একবারও সূর্য্যরে দেখা মেলেনি। আকাশকে কালো মেঘের ছায়ায় ঢেকে রেখেছে। যে কারণে বড় ধরণের প্লাবনের আশঙ্কায় শঙ্কিত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন পানিবন্দি মানুষ সহ সর্বস্তরের জনতা।

Previous articleজগন্নাথপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
Next article১৫ হাজার মুক্তিযোদ্ধার বাসস্থানের ব্যবস্থা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী