Home আঞ্চলিক জগন্নাথপুরে ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন

জগন্নাথপুরে ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন

1154
0

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২৪ মার্চ রোববার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়। জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আলী আছগর ইমন।

এ সময় জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর সচিব মোবারক হোসেন, উপজেলার পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া, ইউপি সদস্য ছুরুক মিয়া, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আরাফাত মিয়া, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ এর সভাপতি মাওলানা আজমল হোসেন জামী, যুক্তরাজ্যের মানচেস্টার সিটি আ.লীগের যুগ্ম-সম্পাদক শাহ রাসেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, যুবলীগ নেতা শাহানুর আহমদ শানুর, সাবেক ইউপি সদস্য সৈয়দ জিতু মিয়া, ব্যবসায়ী আশরাফুল হক সুমন, জিয়াউর রহমান, আকবর আলী, রবিউল ইসলাম ভূইয়া, শাহ শাহিন, আবদুল বারিক, সাংবাদিক আবদুল হাই, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাংবাদিক আলী জহুর, আলী হোসেন খান সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দেশের কল্যানে ও নিপীড়িত মানুষের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক।

Previous articleশেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন এসেছে: মঞ্জুর আলম চৌধুরী
Next articleসুনামগঞ্জে মহিলা কাউন্সিলরের হাতে ভাইস প্রিন্সিপাল শারীরিকভাবে লাঞ্চিত