Home আঞ্চলিক জগন্নাথপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত ৩

জগন্নাথপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত ৩

460
0

জগন্নাথপুর, সুনামগঞ্জ: জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মোটর সাইকেল চালকসহ ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুর-আউশকান্দি সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই সড়কের অনন্তপুর নামক স্থানে এক বৃদ্ধ পথচারীকে ধাক্কা দিলে এ সময় মোটরসাইকেলটি দূর্ঘটায় পতিত হয়। এতে মোটর সাইকেল চালক সাদ্দাম হোসেন (২৪), তার সঙ্গে থাকা অপর যুবক সাইফুর রহমান (২৫) ও পথচারী বৃদ্ধ রহমত উল্লাহ (৭০) আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় মোটর সাইকেল চালক সাদ্দাম হোসেন (২৪) ও পথচারি রহমত উল্লাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত যুবককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Previous articleবনভোজনে গিয়ে শিক্ষার্থীদের উপর চড়াও হলেন প্রধান শিক্ষক!
Next articleবিজন সেন রায়কে জগন্নাথপুর প্রেসক্লাবের অভিনন্দন