Home আঞ্চলিক জগন্নাথপুরে মৎস্যজীবী লীগের কর্মীসভা

জগন্নাথপুরে মৎস্যজীবী লীগের কর্মীসভা

946
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে মৎস্যজীবী লীগের প্রথম কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় আ.লীগের দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আরাফাত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্ষিতিশ দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি হরি বিশ্বাস, দীনেশ দাস, ভৈরব বিশ্বাস, সুবোধ দাস, আইন বিষয়ক সম্পাদক যুধিষ্টির দাস, কৃষি ও সমবায় সম্পাদক গোপাল সরকার, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সিরাজ আলী, মহিলা সম্পাদিকা মাধবী রাণী দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক রিপন সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নিবারন দাস, সদস্য প্রাণনাথ সরকার, নীলকান্ত সরকার, জগন্নাথপুর পৌর কমিটির সভাপতি সুরাই দাস, সাধারণ সম্পাদক নিখিল দাস, কলকলিয়া ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক অনিল বিশ্বাস, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সভাপতি মিলন বিশ্বাস, সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস, রাণীগঞ্জ ইউনিয়নের সভাপতি মনরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক আলাল মিয়া, আশারকান্দি ইউনিয়নের সভাপতি অরুন বিশ্বাস, সাধারণ সম্পাদক অনকুল সরকার, পাইলগাঁও ইউনিয়নের সভাপতি নরেশ দাস, সাধারণ সম্পাদক হিরন দাস প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা মৎস্যজীবীলীগ গঠনে সার্বিকভাবে সহযোগিতা করায় সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুকে অভিনন্দন জানানো হয়।

Previous articleজগন্নাথপুরে শত্রুতার বলি গাছ!
Next articleবণ্যার্ঢ্য আয়োজনে সুনামগঞ্জে মোহনা টেলিভিশনের সপ্তমবর্ষ উদযাপন