Home আঞ্চলিক জগন্নাথপুরে লতিফিয়া ক্বারী সোসাইটির কাউন্সিল সম্পন্ন

জগন্নাথপুরে লতিফিয়া ক্বারী সোসাইটির কাউন্সিল সম্পন্ন

578
0

সুনামগঞ্জের জগন্নাথপুরে লতিফিয়া ক্বারী সোসাইটির কাউন্সিল সম্পন্ন হয়েছে। ২৮ মার্চ বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই আলিম মাদ্রাসা ভবনে উক্ত কাউন্সিল সম্পন্ন হয়। মাওলানা ক্বারী মঈনুল ইসলাম পারভেজ এর সভাপতিত্বে ও ক্বারী মাওলানা তাজুল ইসলাম আলফাজ এর পরিচালনায় উক্ত কাউন্সিলে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী নগর লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা ক্বারী সাদিকুর রহমান শিবলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকড়ছই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ক্বারী ছমির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা ক্বারী সোসাইটির সাবেক সভাপতি মাওলানা মুফতি ক্বারী গিয়াস উদ্দিন, মাওলানা ক্বারী আবদুল করিম ফারুকী, ক্বারী তাজ উদ্দিন ও মাওলানা মফিজ উদ্দিন প্রমূখ।
সভায় সর্ব-সম্মতিক্রমে মাওলানা ক্বারী মঈনুল ইসলাম পারভেজকে সভাপতি, ক্বারী আজমল হোসাইন জামীকে সাধারণ সম্পাদক ও মাওলানা ক্বারী নূর আহমদকে সাংগঠনিক সম্পাদক করে জগন্নাথপুর উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ক্বারী তাজুল ইসলাম আলফাজ, হাফিজ ক্বারী নূরুল হক, সহ-সাধারন সম্পাদক মাওলানা ক্বারী নূরুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী মহি উদ্দিন মিসবাহ, প্রচার সম্পাদক মাওলানা ক্বারী ছদরুল আমিন, সহ-প্রচার সম্পাদক ক্বারী শওকত আলী, অর্থ সম্পাদক ক্বারী নিজাম উদ্দিন, অফিস সম্পাদক ক্বারী আনোয়ার হোসেন, সদস্য হাফিজ ক্বারী নূর উদ্দিন, ক্বারী জালাল উদ্দিন, ক্বারী মুজাহিদ আলম, মাওলানা ক্বারী রাশেদ খান, মাওলানা ক্বারী সাইফুল ইসলাম, ক্বারী আবুল খয়ের, ক্বারী আজিজুর রহমান, ক্বারী আবদুর রহমান ও ক্বারী বদরুজ্জামান ছাদিক।

Previous articleসিলেট নগরীর শেখঘাটে যুবকের আত্মহত্যা
Next articleআলেমরা অলসতা করলে উম্মত পথ হারিয়ে ফেলবে: আল্লামা শফী