জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে বিজয়া দশমী উপলক্ষে পৌর শহরে দফায় দফায় ট্রাকযোগে বিজয় র্যালি বের হয়। র্যালিগুলো পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শুক্রবার সন্ধ্যার পরে বিভিন্ন সময়ে পৌর এলাকার নলজুর নদীসহ উপজেলার বিভিন্ন নদী ও পুকুরে দুর্গা দেবীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উপজেলার মোট ২৬ টি মন্ডপে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়।