Home আঞ্চলিক জগন্নাথপুরে শিক্ষকদের হামলায় মাদ্রাসা সুপার আহত

জগন্নাথপুরে শিক্ষকদের হামলায় মাদ্রাসা সুপার আহত

1158
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে বেসরকারি বেতন সুবিধা নিয়ে শিক্ষকদের হামলায় এক মাদ্রাসা সুপার আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই-জয়নগর দাখিল মাদ্রাসায়। এ নিয়ে স্থানীয় আলেম সমাজের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই-জয়নগর দাখিল মাদ্রাসায় বিগত ৯ বছর ধরে অত্যান্ত সুনামের সহিত সুপারের দায়িত্ব পালন করে আসছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের বাসিন্দা মাওলানা মুফতি আমিরুল ইসলাম। প্রথমে মাদ্রাসায় বেসরকারি বেতন সুবিধা থাকলেও বিগত ২০১৫ সালের অক্টোবর মাস থেকে শতভাগ সরকারি বেতন ও মহার্ঘ ভাতা প্রদানের পর থেকে বেসরকারি বেতন সুবিধা বন্ধ হয়ে যায়। অথচ মাদ্রাসার তহবিলে থাকা ২৮ হাজার টাকা বেসরকারি বেতন সুবিধা হিসেবে প্রদানের জন্য মাদ্রসার অন্যান্য শিক্ষকগণ সুপারকে চাপ দিতে থাকেন। এ নিয়ে মঙ্গলবার বিকেলে মাদ্রাসার সহকারি শিক্ষক রবিউল হাসান, আব্দুল মান্নান, সহকারি মৌলভী মুক্তার আলী ও জুনিয়র ক্বারী আব্দুস শহীদ ক্ষিপ্ত হয়ে মাদ্রাসার সুপার মাওলানা মুফতি আমিরুল ইসলামকে মারপিট করে মাদ্রাসার একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। এ ঘটনার খবর পেয়ে প্রায় আধাঘন্টা পর মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় লোকজন মাদ্রাসা সুপার মাওলানা মুফতি আমিরুল ইসলামকে (৪২) আহত অবস্থায় উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত মাদ্রাসা সুপার মাওলানা মুফতি আমিরুল ইসলাম জানান, তিনি নিজে বাদী হয়ে হামলাকারী শিক্ষকদের আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Previous articleদঃ সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের প্রচেষ্টায় মাঠ ভরাট
Next articleসরকার প্রশাসনের মাধ্যমে নির্বাচন নিয়ন্ত্রণ করছে: ড. মঈন খান