Home শিক্ষা জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

385
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে ও উপজেলার পাটলি ইউনিয়নের ২৩ নং রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী (জাপা) মো. দবির মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ-পরিচালক দেবজিৎ সিংহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শহীদ, সহকারি শিক্ষক আরতি রাণী দে, রিমা বেগম প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টুথ ব্রাশ, টুথ পেষ্ট, কাটার, পেন্সিল বক্সসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Previous articleজগন্নাথপুর উপজেলা ফুটবল লীগ সম্পন্ন
Next articleআগামী বাজেট হবে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার: অর্থমন্ত্রী