Home আঞ্চলিক জগন্নাথপুরে ষাড়ের লড়াই পণ্ড

জগন্নাথপুরে ষাড়ের লড়াই পণ্ড

441
0

জগন্নাথপুর: জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে ষাড়ের লড়াই পন্ড হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার দিন ব্যাপী জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের গোয়ালকুড়ি গ্রাম এলাকার মাঠে একটি মহল ষাড়ের লড়াইয়ের আয়োজন করে।
খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) বিশ্বজিত কুমার পাল ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরসালিনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দল ষাড়ের লড়াইটি পন্ড করে দেন। এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরসালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ষাড়ের লড়াইটি ভেঙে দেয়া হয়েছে।

Previous articleবি.বাড়িয়ায় সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত, বিজিবি মোতায়েন
Next articleকারাগারে ‘মেয়ে সাপ্লাই’ ছাড়া সব করা যায়: তথ্যমন্ত্রী