জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারী-শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামে।
জানাগেছে, রোববার বেলা ২ টার দিকে গ্রামের দুলা মিয়ার ফিসারিতে বড়শি দিয়ে লুকিয়ে মাছ ধরছিলেন নেহার বেগম। এ ঘটনাটি বলে দেয় সুমন মিয়া। এ তুচ্ছ ঘটনা নিয়ে গ্রামের সুমন মিয়া ও টিমন মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আব্দুল আজিজ (৭৫), নেহার বেগম (৪০), রিজিয়া বেগম (২৫), জয়ধর বেগম (৩০), টিমন মিয়া (২২), রুমন মিয়া (১৬), আউলিয়া বেগম (৪০), সুমন মিয়া (২০), রুহেল মিয়া (১০), তাওহিদ মিয়া (১)সহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।