জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা ব্রিটিশ ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার কর্তৃক প্রতিষ্ঠিত মনাই মিয়া-মাষ্টার মন্তেশ্বর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৪ কৃতি ব্যক্তিকে সংর্বধনা প্রদান উপলক্ষ্যে হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ আনসারী, যুক্তরাজ্যের কম্পিউটার ইঞ্জিনিয়ার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের কৃতি সন্তান আলবিন মোহাম্মদ আক্কাছ তালুকদার, সমাজ সেবিকা জ্যোৎস্না মোর্শেদ আনসারী ও সমাজ সেবিকা হাসনা মোহসিন লিলি।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শামীম তালুকদারের সভাপতিত্বে ও সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নোমান আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হলিয়ারপাড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও এস এম সির সভাপতি সাংবাদিক আব্দুল হাই, হবিবপুর গ্রামের বাসিন্দা লিগ্যাল এডভাইজার নুরুল হক প্রমূখ।
এ সময় ব্রিটিশ ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদারের গর্বিত মা সাজেদা খানম, হবিবপুর গ্রামের প্রবীণ মুরব্বী হাজী শমছু মিয়া, মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক বজলুর রশীদ চৌধুরী, সাবেক ইউপি সদস্য আছকন আলী, ক্রীড়া সংগঠক মাহমুদ আলী, জগন্নাথপুর ডিগ্রী কলেজ গভর্নিংবডির সদস্য আব্দুশ শহীদ, হাজী জয়নাল আবেদীন, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিজিল মিয়া, শিক্ষানুরাগী দিলু মিয়া, অভিভাবক সদস্য মাসুক মিয়া, মিছবাহুল হক, খালেদ হোসেন সুনু, আলকাব আলী, হবিবপুর ফাজিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আজিজ, খাশিলা গ্রামের প্রবীণ মুরব্বী সমসু মিয়া, হবিবপুর নাছিমা সাইল্ড একাডেমীর প্রতিষ্টাতা যুক্তরাজ্য প্রবাসী শাহ মোঃ ছোট মিয়া, তরুন সমাজকর্মী আমেরিকা প্রবাসী জুয়েল সোবহান, উপজেলা সার্ভার ষ্টেশনের টেকনোশিয়ান অরূপ সরকার, মিজানুর রহমান শিপন, সিরাজ মিয়া প্রমূখ। পরে আমন্ত্রিত অতিথি ও সংবর্ধিত অতিথিদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা সনদ প্রদান করা হয়।