নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সড়কের পাশে থাকা সরকারি গাছ কেটে সরকারি জায়গা দখল করে বাড়ির সীমানা দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার গ্রামের যুক্তরাজ্য প্রবাসি হাজী ইন্তাজ আলী ও উকিল আলীর লোকজন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহা সড়কের পাশে থাকা রেন্টি, মেহগুণি, একাশিসহ বিভিন্ন জাতের প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ১৫/২০ টি সরকারি গাছ কেটে নিয়ে যান এবং সরকারি জায়গা দখল করে নিজেদের বাড়ির সীমানা দেয়াল নির্মাণ করেন।
এ ব্যাপারে রোববার গোলাম রাব্বানী পরাগ বাদী হয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে হাজী ইন্তাজ আলী ও উকিল আলী জানান, এ জায়গা ও গাছ সরকারি নয়। আমরা আমাদের মালিকানা জায়গায় দেয়াল নির্মাণ ও আমাদের রোপনকৃত গাছ কেটেছি।