Home আঞ্চলিক জগন্নাথপুরে সৈয়দপুর আইডিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জগন্নাথপুরে সৈয়দপুর আইডিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

549
0

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামবাসী ও যুক্তরাজ্য প্রবাসিরদের উদ্যোগে সৈয়দপুর আইডিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান।

যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ জামাল মিয়ার সভাপতিত্বে ও যুক্তরাজ্য প্রবাসি সাকির আলম কোরেশীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে রাখেন, যুক্তরাজ্য প্রবাসি আব্দুল হাসিব, সৈয়দ আব্দুল মুছাব্বির, যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ খালেদ মিয়া অলিদ, সৈয়দ জয়নাল আবেদীন, সৈয়দ মঈনুল ইসলাম, সৈয়দ জালাল আবেদীন, সৈয়দ আজমল আলী, সৈয়দ নুরুল আমিন, মকসুদ কোরেশী, মোস্তাক কোরেশী, ফখরুল ইসলাম প্রমূখ। সভার শুরুতে সৈয়দপুর আইডিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন অতিথিরা।

Previous articleবিপিএলে সিলেটের হয়ে খেলবেন শহিদ আফ্রিদি
Next articleএকটি নিরপেক্ষ রাষ্ট্রের পূর্বশর্ত হলো স্বাধীনতা: প্রধান বিচারপতি