Home আঞ্চলিক জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত

742
0

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলণী সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন সিলেট বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীরেন্দ্র কুমার দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ
জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,ছাবির মিয়া ছাব্বির, যুগ্স সাধারণ সম্পাদক সুজিত কুমার রায়,প্রচার সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী,প্রবাসী আওয়ামীলীগ নেতা আব্দুল তাহিদ,চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া,কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন,সাবেক সভাপতি কুতুব মিয়া, সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল, পাটলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জমশেদ মিয়া তালুকদার,চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সভাপতি আব্দুল গফুর,সেক্রেটারী আলা উদ্দিন, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজাদ আলী কাবেরী, সেক্রেটারী আবুল খয়ের ইসরাইল,পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, সজিব রায় দুর্জয়,উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ক্ষিতিশ দাস প্রমুখ সভায় জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন সিলেট বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত হয়।

Previous articleফেনীতে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
Next articleনতুন ইসি গঠনে ফের ‘সার্চ কমিটি’