Home আঞ্চলিক জগন্নাথপুর উপজেলা নির্বাচনে নৌকা পেলেন বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে নৌকা পেলেন বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন

526
0

স্টাফ রিপোটার: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পেলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন। আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। কিছুক্ষনের মধ্যেইআওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ে থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষনা দেয়া হবে বলে ওই নেতা জানিয়েছেন। এর আগে সোমবার রাতে গনভবনে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ মনোনয়ন চুড়ান্ত করা হয়। প্রথমবারের মতো অনুষ্ঠিত দলীয় প্রতীক নৌকা নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে তদবিরে ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি হরমুজ আলী, জগন্নাথপুর উাজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, আওয়ামীলীগ নেতা মিন্টুর ঞ্জন ধর। সর্বশেষ উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের ভাগ্যেই জুটে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা।
উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ তৃনমুলের মতামত নিয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান আকমল হোসেনের নাম এককভাবে পাঠালে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তা কেন্দ্রে দাখিল করে। পরে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আকমল হোসনকে চুড়ান্ত করে। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেন, তৃনমুলের মতামতেই বর্তমান চেয়ারম্যান আকমল হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়েছে।

Previous articleএক হাজার ওয়াই-ফাই জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে: পলক
Next articleসিইসি জনতার মঞ্চের নেতা ছিলেন: শামসুজ্জামান দুদু