Home বিভাগীয় সংবাদ জগন্নাথপুর উপজেলা নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থী মনোনীত

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থী মনোনীত

517
0

জগন্নাথপুর প্রতিনিধি: আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত পত্রে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান পদে জগন্নাথপুর উপজেলা আ.লীগের তথ্য ও গবেষনা সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিজন কুমার দে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হাজেরা বারীকে দলীয় প্রতীক নৌকা প্রদান করেন বলে হাজেরা বারী নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত বিএনপির দলীয় প্রার্থী মনোনীত করা হয়নি বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

Previous articleজগন্নাথপুরে বখাটের হামলায় স্কুলছাত্র আহত
Next articleনতুন ইসির শপথ ১৫ ফেব্রুয়ারি