Home আঞ্চলিক জগন্নাথপুর বাজার সেক্রেটারি পদে দিলোয়ার হোসেনের গণসংযোগ

জগন্নাথপুর বাজার সেক্রেটারি পদে দিলোয়ার হোসেনের গণসংযোগ

903
0

আলী আছগর ইমন: জগন্নাথপুর বাজার তদারক ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সেক্রেটারি পদে বর্তমান বাজার সেক্রেটারি দিলোয়ার হোসেন ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেছেন। সোমবার দিন ব্যাপী তিনি জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার, হাজী ইকবাল হোসেন ভূইয়া, শরিফ মিয়া, বিষু কান্তি দেব, কৃষ্ণপদ রায়, রাজন দেব, বাবলু বণিক, ওয়াহিদুর রহমান, রফিকুল ইসলাম, ছাদিকুল ইসলাম, বাবুল মিয়া, ফরুক আলী, পলাশ পাল, আমির উদ্দিন, অপু রঞ্জন দাস, রাখাল গোপ, কাঞ্চন গোপসহ অন্যান্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় কালে তিনি জগন্নাথপুর বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দের কাছে দোয়া চেয়ে ভোট প্রার্থনা করেন।

Previous articleনির্বাচন কমিশন পূনর্গঠনের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বৃটেন
Next articleনরসিংদীতে দুপক্ষে সংঘর্ষ: নিহত ৪