Home আঞ্চলিক জগন্নাথপুর মির্জা বাড়িতে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুর মির্জা বাড়িতে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

543
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর পৌর শহরের মির্জা বাড়িতে ৬ষ্ঠ তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ইকড়ছই মির্জা বাড়ি যুবসংঘ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে প্রতি বছরের মতো অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথির ওয়াজ পেশ করেন আল্লামা নুরুল ইসলাম খান, সুনামগঞ্জ। প্রধান বক্তার ওয়াজ পেশ করেন মাওলানা মুফতি মুজিবুর রহমান, চট্রগ্রাম। সমাজসেবক মির্জা সিরাজুল ইসলাম ও মির্জা রফিকুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির ওয়াজ পেশ করেন মাওলানা ছমির উদ্দিন, মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, মাওলানা মুফতি নাছির উদ্দিন সৌরভ, মাওলানা জাফর আহমদ সিরাজী, মাওলানা মির্জা আবুল কালাম প্রমূখ। ইকড়ছই মির্জা বাড়ি যুব সংঘের সহ-সভাপতি মির্জা কাওছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মির্জা তামিম আহমদ ও দপ্তর সম্পাদক মির্জা রুমেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন, সমাজসেবক মির্জা আতাউর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মির্জা আনোয়ার হোসেন, মির্জা হাফিজুর রহমান, মির্জা আব্দুল কাইয়ূম, মির্জা আব্দুল বারী, প্রবাসী মির্জা মফজ্জল হোসেন, মির্জা দিলোয়ার হোসেন, মির্জা জিলু মিয়া, মির্জা আলী আহমদ, প্রবাসী মির্জা হবিবুর রহমান, মির্জা আবুল কাশেম স্বপন, মির্জা মিল্টন, মির্জা শাহিন মিয়া, মির্জা সাব্বির আহমদ, মির্জা কাজল মিয়া, মির্জা আব্দুল মুমিন, ইকড়ছই মির্জা বাড়ি যুব সংঘের উপদেষ্টা মির্জা জুবায়ের আহমদ, অ্যাডভোকেট মির্জা আবু তাহের মোহন, জয়নাল আবেদীন, যুব সংঘের সভাপতি মির্জা নিয়ন, সহ-সভাপতি মির্জা আরিফ, মির্জা তারেক, মির্জা অদুদ, মির্জা শাহজাহান, মির্জা শওকত, মির্জা পাভেল, সাধারণ সম্পাদক মির্জা ফাহিম, কোষাধ্যক্ষ মির্জা আব্দুর রহিম, যুব নেতা মির্জা তামজিদ, মির্জা তাওহিদ, মির্জা মওদুদ, মির্জা অনিক, মির্জা হামজা, মির্জা রেজা, মির্জা রাহি, মির্জা তোফায়েল, মির্জা অহি, মির্জা মোতাহির, মির্জা মাহি পীর, মির্জা আরশ আলী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া প্রমূখ।

Previous articleজগন্নাথপুর উপজেলা নির্বাচনে প্রার্থী নিয়ে বিএনপির সভা
Next articleক্ষমতাসীন দলের নেতারা নিজেদেরকে সম্রাট ভাবছে: নজরুল ইসলাম খান