Home আঞ্চলিক জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়কে আবারো যান চলাচল বন্ধ

জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়কে আবারো যান চলাচল বন্ধ

362
0

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়কে আবরো যানবাহন চলাচল বন্ধ থাকায় জন ভোগান্তি বেড়েছে। জানাগেছে, পরপর দুই বার জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়কের নারিকেলতলা নামক স্থানের স্টিল ব্রিজের অ্যাপ্রোচের মাটি নিচ দিকে ধসে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়। পরে আবার সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে মাটি ভরাট কাজ হলে আবারো যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অবশেষে রোববার বিকেল থেকে তৃতীয় বারের মতো আবারো অ্যাপ্রোচের মাটি নিচ দিকে ধসে গেলে ফের ২ দিন ধরে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

Previous articleশাল্লায় মেম্বারের ৬ মাসের কারাদন্ড
Next articleজগন্নাথপুরে ইয়াবা ও মদসহ আটক ২