Home বিভাগীয় সংবাদ জগন্নাথপুর-সিলেট সড়কে যান চলাচল বন্ধ, জনভোগান্তি চরমে

জগন্নাথপুর-সিলেট সড়কে যান চলাচল বন্ধ, জনভোগান্তি চরমে

465
0

জগন্নাথপুর প্রতিনিধি: সিলেটে পুলিশ ও ট্রাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় ট্রাক শ্রমিকদের অবরোধে জগন্নাথপুর-সিলেট সড়কে মিনিবাস সহ সকল যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
জগন্নাথপুর মিনিবাস সমিতির নেতারা জানান, সিলেটে পুলিশ ও ট্রাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে ট্রাক সমিতির নেতারা। যে কারণে ট্রাকের উত্তেজিত শ্রমিকরা সিলেটের সামাদ আজাদ চত্বর, চ-িরপুল, লালাবাজার, রশিদপুর, বিশ্বনাথসহ গুরুত্বপূর্ণ স্থানে পিকেটিং করছে। তারা মিনিবাসসহ সকল প্রকার গাড়ি চলাচলে বাধা দেয়ায় গতকাল শনিবার থেকে জগন্নাথপুর-সিলেট সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে কবে যানবাহন চলাচল করতে পারে, এমন প্রশ্নের জবাবে তারা নিশ্চিতভাবে কিছুই বলতে পারছেন না।

Previous articleজগন্নাথপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
Next articleজগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ