ঢাকা: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জামায়াত এখন তথাকথিত হরতাল পালন করছে, তারা একদিকে বলছে রায়ের বিরুদ্ধে আপিল করবে। আবার হরতালও পালন করছে। তারা নিজেরাই পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছে। অথচ হরতালে গাড়ি চলছে, দোকানপাটও খোলা। বিএনপিকে জঙ্গিবাদের স্রষ্টা উল্লেখ করে মন্ত্রী বলেন, জঙ্গিবাদসহ বিএনপিকে সমূলে বিনাশ করতে হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতালবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, আমি গণমাধ্যমের কাছে আহ্বান করছি, আপনারা সাংবাদিকরা তাদের হরতাল প্রচার বন্ধ করুন। তাহলে জনগণ হরতালের ব্যাপারে জানতে পারবে না। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তারানা হালিম এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।