Home বিভাগীয় সংবাদ জঙ্গি আস্তানায় কেউ নেই, ১৪ ড্রাম বিস্ফোরক উপাদান উদ্ধার

জঙ্গি আস্তানায় কেউ নেই, ১৪ ড্রাম বিস্ফোরক উপাদান উদ্ধার

376
0

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ‘জঙ্গি আস্তানায়’ কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. দিদার আহমেদ। তবে ভেতর থেকে ১৪টি ড্রামে হাইড্রোজেন পাওয়ার অক্সাইড উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টায় ভ্যানে করে এগুলো ওই বাড়ি থেকে বের করা হয়।

দিদার আহমেদ সাংবাদিকদের জানান, অভিযান শেষ হতে আরো আধা ঘণ্টা সময় লাগবে। ভেতরে কেউ নাই। পরে বিস্তারিত ব্রিফিংয়ে জানানো হবে। যদিও শুক্রবার রাতে তিনি জানিয়েছিলেন, ভেতরে ২-৩ জন জঙ্গি আছে। এর আগে সকাল সোয়া ৯টায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সাউথ প’।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ওই সন্দেহজনক বাড়িটি ঘিরে রাখে পুলিশ। সোয়াট, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান নেন। বাড়িটি টিনের তৈরি। মালিকের নাম আব্দুল্লাহ বলে জানা গেছে।

Previous articleচার শতাধিক জনপ্রতিনিধি বরখাস্ত: গ্রেফতারি পরোয়ানা আর বরখাস্তের খড়গ
Next articleমোটরসাইকেলের জন্য যুবককে গলাকেটে হত্যা