Home বিশেষ সংবাদ জঙ্গি গ্রেফতার করতে যৌথ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গি গ্রেফতার করতে যৌথ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

457
0

ঢাকা: জঙ্গি গ্রেফতার করতে প্রয়োজনে যৌথ অভিযান নামবে। যখন যেখানে প্রয়োজন সেখানেই কম্বিং অপারেশন চালানো হবে। বুধবার সন্ধ্যায় কোস্টগার্ড সদর দফতরে ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, টার্গেট কিলিং কখনই ঠেকানো সম্ভব নয়। তবে এটি আগাম প্রতিরোধের জন্য জঙ্গিদের বিরুদ্ধে আমরা কাজ করছি। চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার ঘটনায় পুলিশের মনোবল ভেঙে যায়নি। পুলিশ এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এখন আমরা পুলিশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কাজ করছি। পুলিশের ব্যক্তিগত নিরাপত্তায় কোথায় কী ত্রুটি আছে তা খতিয়ে দেখা হচ্ছে। সারাদেশে জঙ্গিদের গ্রেফতারে অভিযান পরিচালনা হচ্ছে।

পুলিশের মাঠ পর্যায়ের সদস্যরা তাদের পরিবার নিয়ে শঙ্কিত- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আমরা পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ের সদস্যদের নিরাপত্তা নিয়ে কাজ করছি। এটা ভুললে চলবে না যে চট্টগ্রামের এসপি বাবুল আক্তার একজন নির্ভীক অফিসার। এসব দক্ষ পুলিশ সদস্যসহ সকল পুলিশের নিরাপত্তার বিষয়টি জোর দেয়া হচ্ছে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, সাবেক মহাপরিচালক ও নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার এডমিরাল মকবুল হোসেন, নৌবাহিনীর সহকারী প্রধান রিয়ার এডমিরাল সাইফুল ইসলাম, নৌবাহিনীর গোয়েন্দা শাখার পরিচালক কমোডর হাজী এম সোহায়েল প্রমূখ।

Previous articleজগন্নাথপুরে সেটেলমেন্ট কর্মকর্তার ঘুষ বাণিজ্যে প্রবাসীর ২৫ লাখ টাকার জমি হাতছাড়া
Next articleজগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় আহত ৮