Home প্রযুক্তি জটিল কাজে স্মৃতি ও চিন্তাশক্তি ভালো থাকে

জটিল কাজে স্মৃতি ও চিন্তাশক্তি ভালো থাকে

567
0

bbb
নিউজ ডেস্ক: কাজের ধরন খুবই জটিল। তাই চাকরি নিয়ে নিজের মধ্যে অসন্তোষ থাকে অনেকেরই। তবে যাঁরা জটিল কাজকর্মে ব্যস্ত থাকেন, তাঁদের স্মৃতি ও চিন্তাশক্তি তুলনামূলক ভালো থাকে বলে দাবি করছেন স্কটল্যান্ডের একদল বিজ্ঞানী। এডিনবরার হ্যারিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালান গো ওই গবেষণায় নেতৃত্ব দেন। নিউরোলজি সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেন, যাঁরা অনেক লোকজন বা প্রচুর তথ্য নিয়ে কাজ করেন, তাঁদের স্মৃতিশক্তি এবং চিন্তার ক্ষমতা সুরক্ষিত থাকে, এমনকি অবসর নেওয়ার পরও।
গড়ে ৭০ বছর বয়সী এক হাজার ৬৬ জনের ওপর ওই গবেষণা চালিয়ে দেখা যায়, ব্যবস্থাপনা বা শিক্ষকতার মতো পেশায় যুক্ত মানুষের স্মৃতি ও চিন্তাশক্তি তুলনামূলক বেশি হয়ে থাকে। আইএএনএস।

Previous articleমোবারকের ফাঁসির আদেশ
Next articleলতিফকে গ্রেপ্তারের জন্য স্পিকারের অনুমতি নিতে হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী