Home জাতীয় জনগণই সিদ্ধান্ত নেবে, কাকে ভোট দেবে: শেখ হাসিনা

জনগণই সিদ্ধান্ত নেবে, কাকে ভোট দেবে: শেখ হাসিনা

512
0

93761_1
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সেবা করাই তাদের কাজ। জনগণই সিদ্ধান্ত নেবেন, তারা কাকে ভোট দেবেন। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুটি বহির্বিভাগ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়া হয়। আওয়ামী লীগ চালু করেছে বলেই সেগুলো বন্ধ করে দিয়ে জনগণকে স্বাস্থ্যসেবা বঞ্চিত করা হয়।
তিনি বলেন, ইতিমধ্যে আমরা এই (বঙ্গবন্ধু মেডিকেল) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম ও রাজশাহীতে আরো দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে সে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সেনাবাহিনীর যে সব হাসপাতালে পাঁচশ’ শয্যা রয়েছে সেগুলোকে মেডিকেল কলেজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি সেনাবাহিনীকে বলে দিয়েছি- যেখানে পাঁচশ’ বেডের হাসপাতাল আছে, সেখানে মেডিকেল কলেজ করতে পারে।

Previous articleছাত্রলীগকে না দমালে জঙ্গী দমন হবেনা
Next articleজুডিশিয়াল কিলিং বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা