Home রাজনীতি জনগনের ধাওয়ায় বিএনপি আন্দোলন থেকে পালিয়েছে: সুরঞ্জিত সেনগুপ্ত

জনগনের ধাওয়ায় বিএনপি আন্দোলন থেকে পালিয়েছে: সুরঞ্জিত সেনগুপ্ত

435
0

suronjit 03
আবুল হোসাইন, দিরাই প্রতিনিধি: আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ,আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় , জনকল্যানে কাজ করে । খালেদা জিয়ার দল ক্ষমতা এলে দেশের সম্পটদ লুন্টিত হয়, ধ্বংসলীলার সৃষ্টি হয়। যে কোন দেশের উন্নয়নের জন্য স্থিতিশীল পরিস্থিতি ও গনতান্ত্রিক সরকার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমানে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশ এখন উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের রোল মডেলে পরিনত হয়েছে। কিন্তু খালেদা জিয়া তো উন্নয়ন বিশ্বাসী নয়, তারা চায় ধ্বংসলীলা। তারা যুদ্বাপরাধীদের দল জামায়াত কে সাথে নিয়ে আন্দোলনের নামে মানুষ হত্যা করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে চেয়েছিল। কিন্তু জনগনের ধাওয়ায় তারা আন্দোলন থেকে পালিয়েছে।
তিনি গতকাল দিরাই উপজেলার কুশিয়ারা নদীর দক্ষিন পাড়ের কয়েকটি গ্রামে প্রায় সাড়ে ৮ কিঃমিঃ বিদ্যুৎ লাইনের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুলঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান সুফি মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়র আওয়ামীলীগ সাধারন সম্পাদক মিলন মিয়ার পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জি এম সোলায়মান মিয়া, আওমালীগ নেতা এ পি পি শামসুল ইসলাম, এ পি পি সোহেল আহমদ,দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান বুলবুল,উপজেলা ইঞ্জিনিয়ার ইফতেখার আহমদ প্রমুখ।

Previous articleসমুদ্রপথে মানব পাচার বাড়ায় জাতিসংঘের উদ্বেগ
Next articleগাছে বেঁধে নির্যাতন: ৪৮ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ