Home আঞ্চলিক জমি নিয়ে বিরোধ: ছেলের হাতে বাবা খুন

জমি নিয়ে বিরোধ: ছেলের হাতে বাবা খুন

549
0

কুষ্টিয়ার মিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ছেলের হাতে খুন হয়েছেন রুহুল আমীন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। আহত হয়েছেন নিহতের স্ত্রী মাহিমা খাতুন। তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকালে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমীন ওই এলাকার মৃত আফসার মন্ডলের ছেলে। আহত মাহিমা রুহুল আমীনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও নিহতের আরেক ছেলে আব্দুল হালিম জানান, জমি নিয়ে তার বাবা রুহুল আমীনের সঙ্গে সকালে তার ভাই সাজুর তর্কাতর্কি হয়। একপর্যায়ে তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতি ঠেকাতে ছুটে গেলে মায়ের মাথায় আঘাত করে সাজু। এতে তার মাথা ফেটে যায় এবং রুহুল আমীন মাটিয়ে পড়ে যায়। দ্রুত তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমীনকে মৃত ঘোষণা করেন।

আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর নিহতের ছেলে সাজু ও তার স্ত্রী সালমা খাতুন পলাতক রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Previous articleজিএম কাদের জাপার চেয়ারম্যান নন: রওশন
Next articleব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন