Home Uncategorized জলঢাকায় ১৪৪ ধারা জারি

জলঢাকায় ১৪৪ ধারা জারি

536
0

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় শুক্রবার সকাল ৯টা থেকে রাত্ ১২টা পর্যন্ত পৌর শহরে সকল প্রকার মিছিল সমাবেশের উপর ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকাল ৩টায় জিরোপয়েন্ট মোড়ে দুটি সংগঠনের সভা আহ্বানকে কেন্দ্র করে দুইপক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করলে বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান হাবিব মাইকযোগে এ ঘোষণা দেন।

উল্লেখ্য উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাদের করা দ্রুত বিচার আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় নবগঠিত যুব সংগ্রাম পরিষদের আহবায়ক সাইফুর রহমান পিকু। একই স্থানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ স্বাধীনতার স্বপক্ষের নেতা-কর্মীরা, জামায়াত শিবিরের অবৈধ হরতাল, নাশকতা ও যুদ্ধাপরাধীদের বিচারকার্য দ্রুত সম্পন্নের দাবিতে বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয়।

Previous articleরায়ের বিরুদ্ধে হরতাল বেআইনি ও উগ্র: শিক্ষামন্ত্রী
Next articleদেশব্যাপী জামায়াতের বিক্ষোভ রোববার