Home রাজনীতি জাফরউল্লাহ খান পুনরায় খেলাফতের মহাসচিব

জাফরউল্লাহ খান পুনরায় খেলাফতের মহাসচিব

498
0

Jafrullha Kkhan
ঢাকা: খেলাফত আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব হিসেবে মাওলানা জাফরউল্লাহ খানকে পুনরায় মনোনীত করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে শুরু হওয়া কামরাঙ্গী চর জামিয়া নুরিয়া ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গণে ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং জাতীয় কেন্দ্রীয় কমিটির কাউন্সিলে খেলাফত আন্দোলন বাংলাদেশ এ ঘোষণা দেয়।
পত্রিকায় লেখালেখির কারণে মাওলানা জাফরউল্লাহ খান মহাসচিবের দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন। আবারো তাকে মহাসচিব পদের দায়িত্বে মনোনীত করা হয়েছে।

Previous articleবন্ধ করে দেবো কলেজ
Next articleনিজামী-সাঈদীর মুক্তি চাই শ্লোগান বুকে লিখে সমাবেশে