Home আঞ্চলিক জামালগঞ্জ উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন

জামালগঞ্জ উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন

486
0

নাইম তালুকদার: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে জামালগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন বৃহস্পতিবার স্থানীয় উপজেলা শিক্ষক মিলনায়তনে সম্পন্ন হয়। উপজেলা সভাপতি মাওলানা শায়েখ অাব্দুল কাদিরের সভাপতিত্বে এতে ৩ বছরের জন্য উপজেলা জমিয়তের ৪১ সদস্য কমিটির প্যানেল ঘোষনা করেন জেলা জমিয়তের নবনির্বাচিত সাধারন সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আনোয়ারুল ইসলাম।

উপজেলা সেক্রেটারী ভাইস চেয়ারম্যান মু. রশীদ অাহমদ সহ-সেক্রেটারী কাজি রশীদ আহমদের যৌথ পরিচালনায় কাউন্সিলে বক্তব্য রাখেন, জেলা জমিয়তের সহসভপতি মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা এখলাছুর রহমান, সহসেক্রেটারী দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক অাহমদ, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুখতার হোসাইন চৌধুরী।

কাউন্সিলে জেলা নেতৃবৃন্দকে নির্বাচন কমিশন হিসাবে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা করেন প্রবীন জমিয়ত নেতা মাওলানা শায়েখ সিদ্দীক অাহমদ মাহমুদপুরী, মাওলানা নুরুল ইসলাম শান্তিপুরী, মাওলানা অাব্দুস শাহীদ পীর সাহেব কলকতখা ও উপজেলা জমিয়তের সভাপতি ও সহসভপতিববৃন্দ।

সকলের মতামতের ভিত্তিতে ঘোষিত কমিটিতে মাওলানা শায়েখ অাব্দুল কাদিরকে সভাপতি, ভাইস চেয়ারম্যান রশীদ অাহমদকে সাধারণ সম্পাদক, মাওলানা অালমগীর হোসাইনকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা গোলামনুরকে যুব বিষয়ক সম্পাদক, মাওলানা রায়হান অাহমদকে ছাত্র বিষয়ক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠণ করা হয়।

Previous articleএকটি নিরপেক্ষ রাষ্ট্রের পূর্বশর্ত হলো স্বাধীনতা: প্রধান বিচারপতি
Next articleসানি লিওন ভাঙতে পছন্দ করেন না