নিজস্ব প্রতিবেদক: যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-১ থেকে শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে জামিনে মুক্তি পেয়েছেন। কাশিমপুর কারাগার পার্ট-১ এর জেলার আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গত সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আলালকে জামিন দেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত।